|
|
জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি
গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের
প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -
১. রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কি?
উঃ সংবাদ কৌমুদী
২. প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল কোন রাজার রাজত্বকালে?
উঃ কনিষ্ক
উঃ কনিষ্ক
৩. বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪. 'দ্য কিশোরী' কে প্রকাশ করেছিলেন?
উঃ বাল গঙ্গাধর তিলক
উঃ বাল গঙ্গাধর তিলক
৫. সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল?
উঃ লোথাল
উঃ লোথাল
৬. বাবা আমতে ভারতের কোন আন্দোলনের সাথে যুক্ত?
উঃ নর্মদা বাঁচাও আন্দোলন
উঃ নর্মদা বাঁচাও আন্দোলন
৭. প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়?
উঃ গুপ্ত যুগকে
উঃ গুপ্ত যুগকে
৮. ভারতে কোন গভর্নর জেনারেলের সময়কালে ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল?
উঃ লর্ড কার্জন
উঃ লর্ড কার্জন
৯. নীল বিদ্রোহ কোথায় হয়েছিল?
উঃ বাংলায়
উঃ বাংলায়
১০. প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন?
উঃ গুপ্ত সম্রাটরা
উঃ গুপ্ত সম্রাটরা
১১. বন্দে মাতরম গানটি কে রচনা করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৪ সালে)
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৪ সালে)
১২. ঊনবিংশ শতাব্দীতে হিন্দু ধর্মসভা কে প্রতিষ্ঠিত করেন?
উঃ রাধাকান্ত দেব
উঃ রাধাকান্ত দেব
১৩. কোন যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিলেন ত্রিবান্ধুর রাজা মার্থান্ডা বর্মা?
উঃ কোলাচেল
১৪. ১৭৬৯-৭০ সালে বঙ্গ দেশে কেন মন্বন্তর প্রকট হয়েছিল?
উঃ গুটি বসন্তের মহামারী আকার ধারণে
১৫. সুফি শব্দটি কোথা থেকে এসেছে?
উঃ এক ধরনের পোশাক থেকে
১৬. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল
উঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল
১৭. কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছে?
উঃ উত্তর আমেরিকার ইতিহাস থেকে
উঃ উত্তর আমেরিকার ইতিহাস থেকে
১৮. কত সালে প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল?
উঃ 1896 সালে
উঃ 1896 সালে
উঃ ইন্দো গ্রীক
উঃ দক্ষিণ আফ্রিকায়
প্রশ্নোত্তরের
Download Link
নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 04
Language : Bengali
Size : 131 KB
No. of Pages : 01
আগের পর্বঃ
💊 GK Album Part- 3