জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-1

HP Pavilion Laptop 15-eh1101AU


জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -

GK Album Part: 01
০১. কে আলমগীর নামে পরিচিত ছিলেন?
  ঔরঙ্গজেব।

০২. "স্বরাজ আমার জন্মগত অধিকার" - এই উক্তিটি কার ?
  তিলক।  

০৩. The Story of My Experiments with Truth" -এর লেখক কে ছিলেন? 
  মহাত্মা গান্ধী।
        
০৪. "আনন্দমঠ"-এর লেখক-এর নাম কি?
  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  
০৫. প্রথম কোন মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন?
   রাজিয়া।

০৬. শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হল -
  গৌড়।

০৭. আইহল প্রশক্তি যাঁর সঙ্গে যুক্ত -
  দ্বিতীয় পুলকেশ। 

০৮. সিপাই বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়-
 ব্যারাকপুর।

০৯. ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
  দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য।

১০. পলাশীর যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
  সিরাজ-উদ্-দৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

১১. পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়?
  1526 খ্রিষ্টাব্দে।

১২. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি?
  দিব্য।

১৩. মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কে ছিলেন?
 পল্লব বংশ।

১৪. আকবর নামা'র রচয়িতা কে?
  আবুল ফজল।

১৫. তরাইন-এর প্রথম যুদ্ধের কত সালে হয়?
  1191 সালে।

১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কোন সালে?
  1885 সালে।

১৭. দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন সালে প্রদান করা হয়?
  1765 সালে।

১৮. বঙ্গের থেকে পোর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন -
  শায়েস্তা খান।

১৯. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
  1817 সালে।

২০. ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় -
  1911 সালে।

২০. একে "বেদে ফিরে যাও" ধারণাটি কে উত্থাপন করেছিলেন?
   স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রশ্নোত্তরের Download Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 02
Language : Bengali
Size : 413 kb
No. of Pages : 01
GK Album Part: 01.pdf 413 KB

Post a Comment