WBP SI Salary 2025: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব-ইন্সপেক্টররা কত টাকা স্যালারি পায়, দেখে নিন

West Bengal Police SI Salary 2025

West Bengal Police SI Salary 2025
WB Police SI Salary 2025

বন্ধুরা,
তোমরা সবাই নিশ্চয়ই কাঁধে দুটো স্টার, আর পড়নে খাকি উর্দি পরার স্বপ্ন দেখ। আর কেই বা চায় না এমন স্বপ্ন দেখতে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব-ইন্সপেক্টর হবার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন সঠিক ভাবে নিজেকে প্রস্তুত করা। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি দরকার প্রাসঙ্গিক সমস্ত বিষয় সম্পর্কে অবগত থাকা। আজকের এই পোস্ট টিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব-ইন্সপেক্টররা (WB Police SI) কত টাকা বেতন পায়? Pay Slip, Other Allowances সম্পর্কে সমস্ত বিবরণ নীচে বিস্তারিত আলোচনা করা হলো।
Table of Contents

West Bengal Police SI Overview

এক কথায় পশ্চিমবঙ্গ পুলিশের মূল মেরুদণ্ড হল সাব-ইন্সপেক্টর (Sub-Inspector). প্রায় কয়েক বছর পর পরই পশ্চিমবঙ্গ পুলিশের SI পদে নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ SI পদে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB). WBP SI-এর জন্য যেসকল প্রার্থীরা পরীক্ষা দেবেন তাঁরা West Bengal Police SI Salary সম্পর্কে ভালো করে জেনে নিন।

WB Police SI Salary Pay Slip- টির পিডিএফ  ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।

West Bengal Police SI Salary 2025 

তোমরা যারা পুলিশের সাব-ইন্সপেক্টর এর পরীক্ষা দেবে তাদের মনে West Bengal Police SI Salary সম্পর্কে প্রশ্ন দেখা যায়। WBP SI বেতনের সাথে সাথে আর কি কি বাড়তি Allownaces পায় তা নীচে দেওয়া আছে। 

WB Police SI Salary (2025)
পদের নাম Sub Inspector of Police (SI)
নিয়োগকারী সংস্থা  West Bengal Police Recruitment Board (WBPRB)
Basic Pay Rs. 32,100
Pay Level  Rs. 32,100 - 82,900
Pay Band  3

*** WB Police SI রা Basic Pay- এর সাথে আরও অন্যান্য Allownaces পেয়ে থাকেন। 

WB Police SI other allownaces
DA 18% of Basic Pay
HRA 14% of Basic Pay
RtnA 1,500

West Bengal Police SI In-Hand Salary 2025

  • Basic Pay: 32,100
  • DA: 5,778
  • HRA: 4,494
  • Ration Allownace: 1,500
  • GRAND TOTAL: 43,872
  • Deduction: 190 (May Vary)
  • In Hand Total Monthly Salary: 43,682

West Bengal Police SI Actual In-Hand Salary 2025

বন্ধুরা, পুলিশদের কিন্তু ছুটির দিন বলতে কিছু হয় না। অনবরত তাদের লোকের সেবায় নিযুক্ত থাকতে হয়, হোক সেটা রবিবার, গরমের ছুটি বা কিংবা দুর্গাপূজা। অন্যান্য সরকারী কর্মচারীদের মতো ছুটির দিনগুলিতে কর্মবিরতি না নিয়ে অক্লান্ত পরিশ্রমে কাজ করে যান। তাদের এই পরিশ্রমের জন্য WB Police SI রা ২ মাসের বেতন বেশি পেয়ে থাকেন। WBP SI রা ২ মাসের  Basic Pay ও DA সব মিলিয়ে বেশি পায় Rs. 75,756/- 
Actual Monthly Net Salary: =Total Monthly Salary43,682+ Extra Salary(75,752÷12)
=Rs.49,995

West Bengal Police SI Salary Pay Slip 2025:

পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টরা কত টাকা বেতন পায় তা তোমরা নিজেরা WB Police SI Salary Slip থেকে দেখে নাও। নীচে West Bengal Police SI Salary Pay Slip এর PDF টি শেয়ার করা হয়েছে, তোমরা নীচে Click Here To Download Button এ ক্লিক করে Download করে নিতে পারো।

West Bengal Police SI Salary Pay Slip Download 2025
West Bengal Police SI Salary Pay Slip Download 2025


Download Payslip

Post a Comment