জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-2

GK Album Part-2


জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -

GK Album Part: 02

০১. নীলদর্পণ গ্রন্থটির লেখক কে ?
   দীনবন্ধু মিত্র

০২. প্রতাপাদিত্য কোন রাজ্যের শাসক ছিলেন?
   যশোর 

০৩. শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? 
    গুরু গোবিন্দ সিং

০৪. স্বত্বাধিকার বিলোপ নীতির উদ্ভাবক কে ছিলেন?
    লর্ড ডালহৌসি

০৫.  শ্রীরামপুর এয়ী নামে কারা পরিচিত ছিলেন? 
    কেরি,মার্শম্যান এবং ওয়ার্ড 

০৬. অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে?
    চাণক্য

০৭. "ডিসকভারি অফ ইন্ডিয়া"- গ্রন্থটির লেখক কে?
     জওহরলাল নেহেরু 

০৮. "দাক্ষিণাত্যের ক্ষত"- কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল?
    ঔরঙ্গজেব

০৯. কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কোন শাসক চালু করেন?
    শের শাহ

১০. মেগাস্থিনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম কী?
   ইন্ডিকা

১১. কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
  1835 সালে 

১২. কলকাতা অবস্থিত এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
   1784

১৩. স্বরাজ পার্টির সভাপতি ছিলেন?
   চিত্তরঞ্জন দাশ

১৪. কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাসপ্রথা বিলুপ্ত হয়?
  1843

১৫. তীর্থঙ্কর মানে কী?
   তিনজন জ্ঞানী মানুষ

১৬. কোন Viceroy ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন?
    লর্ড কার্জন

১৭. হরপ্পা যুগকে _______ যুগও বলা হয়।
   ব্রোঞ্জ যুগ

১৮. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
   অ্যানি বেসান্ত

১৯. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
   গোপাল (১ম)

২০. একে "বেদে ফিরে যাও" ধারণাটি কে উত্থাপন করেছিলেন?
   স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রশ্নোত্তরের Download Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 02
Language : Bengali
Size : 106 KB
No. of Pages : 01
GK Album Part: 02.pdf 106 KB
আগের পর্বঃ    💊 GK Album Part- 1

Post a Comment