![]() |
জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -
০১. নীলদর্পণ গ্রন্থটির লেখক কে ?
↪ দীনবন্ধু মিত্র
০২. প্রতাপাদিত্য কোন রাজ্যের শাসক ছিলেন?
↪ যশোর
০৩. শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন?
↪ গুরু গোবিন্দ সিং
০৪. স্বত্বাধিকার বিলোপ নীতির উদ্ভাবক কে ছিলেন?
↪ লর্ড ডালহৌসি
০৫. শ্রীরামপুর এয়ী নামে কারা পরিচিত ছিলেন?
↪ কেরি,মার্শম্যান এবং ওয়ার্ড
০৬. অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে?
↪ চাণক্য
০৭. "ডিসকভারি অফ ইন্ডিয়া"- গ্রন্থটির লেখক কে?
↪ জওহরলাল নেহেরু
০৮. "দাক্ষিণাত্যের ক্ষত"- কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল?
↪ ঔরঙ্গজেব
০৯. কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কোন শাসক চালু করেন?
↪ শের শাহ
১০. মেগাস্থিনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম কী?
↪ ইন্ডিকা
১১. কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
↪ 1835 সালে
১২. কলকাতা অবস্থিত এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
↪ 1784
১৩. স্বরাজ পার্টির সভাপতি ছিলেন?
↪ চিত্তরঞ্জন দাশ
১৪. কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাসপ্রথা বিলুপ্ত হয়?
↪ 1843
১৫. তীর্থঙ্কর মানে কী?
↪ তিনজন জ্ঞানী মানুষ
১৬. কোন Viceroy ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন?
↪ লর্ড কার্জন
১৭. হরপ্পা যুগকে _______ যুগও বলা হয়।
↪ ব্রোঞ্জ যুগ
১৮. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
↪ অ্যানি বেসান্ত
১৯. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
↪ গোপাল (১ম)
২০. একে "বেদে ফিরে যাও" ধারণাটি কে উত্থাপন করেছিলেন?
↪ স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রশ্নোত্তরের
Download Link
নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 02
Language : Bengali
Size : 106 KB
No. of Pages : 01
আগের পর্বঃ 💊 GK Album Part- 1