জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-3

GK Album Part-3


জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -

GK Album Part: 03

১. বুলন্দ দরওয়াজা আকবর তার কোন ইতিহাস স্মরণে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ গুজরাট

২. 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স

৩. বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল?
উত্তরঃ তুঙ্গভদ্রা

৪. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ সতীশ চন্দ্র সামন্ত

৫. আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম কি?
উত্তরঃ তানসেন

৬. বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন কে করেছিলেন?
উত্তরঃ রবার্ট ক্লাইভ 

৭. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন

৮. মত্তবিলাস প্রহসন এর রচয়িতা কে?
উত্তরঃ পল্লব রাজা মহেন্দ্র বর্মন

৯. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী

১০.তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ মহম্মদ ঘোরী এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে

১১. মহাপরি নির্বাণ কি ?
উত্তরঃ বুদ্ধের মৃত্যু

১২. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?
উত্তরঃ সিরাজউদ্দৌলা

১৩. কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম কি?
উত্তরঃ অর্থশাস্ত্র

১৪. মুন্ডা বিদ্রোহের নায়কের নাম কী?
উত্তরঃ বীরসা

১৫. মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে স্থাপন করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৬. প্রতিবছর কবে হিরোসিমা দিবস পালিত হয়?
উত্তরঃ ৬ আগষ্ট

১৭. ছত্রপতি উপাধি কে নিয়েছিলেন?
উত্তরঃ শিবাজী

১৮. কবুলিয়ত ও পাট্টার সূচনা কে করেন?
উত্তরঃ শেরশাহ

১৯. ‘Poverty and Un-British rule in India’ -এর লেখক কে ?
উত্তরঃ দাদাভাই নৌরজী
 
২০. কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ ঔরঙ্গজেব
প্রশ্নোত্তরের Download Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 03
Language : Bengali
Size : 119 KB
No. of Pages : 01
GK Album Part: 03.pdf 119 KB
আগের পর্বঃ    💊 GK Album Part- 2

Post a Comment