WB HS Result 2025 Check Online: উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025, সবার আগে দেখে নিন

WB HS Result 2025 download
WB HS Result 2025 Check Online

আর কয়েকঘণ্টা পরেই আমাদের রাজ্যে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৫ (H.S. Exam Result 2025)। এবছর মে মাসের ৭ তারিখে ঠিক  ১২:৩০ টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) রেজাল্ট প্রকাশিত করবে এবং দুপুর ২ টো থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আর ৮ তারিখ থেকে আপনারা আপনাদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ –এর মার্কশিট  পেয়ে যাবেন । বহু প্রতীক্ষিত এই রেজাল্ট।  ৫০ দিনের মাথায় এবছর রেজাল্ট আসছে। প্রায় ৫ লাখ ৯০০০ মতন ছাত্র ছাত্রীরা এবছর পরীক্ষা দিয়েছিল।

Check H.S. Result (2025) on Mobile: কিভাবে মোবাইলেই রেজাল্ট চেক করতে পারবেন?

উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) তারা অনেক ওয়েবসাইট তাদের অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে। নীচে সেই অফিসিয়াল লিংকগুলি দেওয়া রইল। যেকোনো লিংকে ক্লিক করে আপনারা আপনাদের HS Exam Result (2025) দেখতে পারবেন। তবে সবাই একসাথে লিংক ব্যবহার করলে ওয়েবসাইট ক্রাশ করতে পারে। তাই নীচে দেওয়া অন্যান্য লিংকশুলি ব্যবহার করবেন।

  1. 🔗 https://result.wb.gov.in
  2. 🔗 https://results.digilocker.gov.in
  3. 🔗 https://www.indiaresults.com
  4. 🔗 https://timesofindia.indiatimes.com
  5. 🔗 https://bangla.hindustantimes.com
  6. 🔗 https://indianexpress.com
  7. 🔗 http://www.jagranjosh.com
  8. 🔗 http://www.ndtv.com
  9. 🔗 https://play.google.com/store/apps/details?id=wbchse.results.shiksha
  10. 🔗 https://wb12.abplive.com
  11. 🔗 http://www.fastresult.in
  12. 🔗 https://www.indiatoday.in/education-today/results
  13. 🔗 https://www.aajkaal.in
  14. 🔗 https://www.sangbadpratidin.in
  15. 🔗 https://www.tv9bangla.com
  16. 🔗 https://www.tv9hindi.com
  17. 🔗 https://www.news9live.com
  18. 🔗 https://iresults.net
  19. 🔗 https://play.google.com/store/apps/details?id=com.app.iresults
  20. 🔗 http://www.technoindiagroup.com


West Bengal H.S. Result (2025)
বোর্ড পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
পরীক্ষা উচ্চ মাধ্যমিক ২০২৫
রেজাল্ট প্রকাশের তারিখ ৭ই মে, ২০২৫ (বুধবার)
মোট পরীক্ষার্থী ৫.০৯ লক্ষ
মার্কশিট বিতরণ ৮ মে, ২০২৫ (সকাল ১০টা থেকে
রেজাল্ট দেখতে যা লাগবে রোল নম্বর (Roll Number)

***অনলাইনে দেখতে পারবেন  দুপুর ২টা থেকে। 

কিভাবে নিজেদের মোবাইলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন?

  • প্রথমে উপরে দেওয়া যেকোনো লিংকে ক্লিক করুন।
  • তারপর আপ্রনার রোল এবং নম্বর সঠিকভাবে বসান।
  • তারপর নীচের Captcha টি ঠিকভাবে বসান।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এইবার স্ক্রিনে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি দেখততিপারবেন।
তোমাদের সবাইকে জানাচ্ছি  অনেক অনেক শুভকামনা

Post a Comment