জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-1
জ্ঞানের খেয়া নমস্কার বন্ধুরা, বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও - GK Album Part: 01 ০১. কে আলমগীর নামে পরিচিত ছিলেন? ↪ ঔরঙ্গজেব। ০২. "স্বরাজ আমার জন্মগত অধিকার" - এই উক্তিটি কার ? ↪ তিলক। ০৩. The Story of My Experiments with Truth" -এর লেখক কে ছিলেন? ↪ মহাত্মা গান্ধী। ০৪. "আনন্দমঠ"-এর লেখক-এর নাম কি? ↪ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ০৫. প্রথম কোন মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? ↪ রাজিয়া। ০৬. শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হল - ↪ গৌড়। ০৭. আইহল প্রশক্তি যাঁর সঙ্গে যুক্ত - ↪ দ্বিতীয় পুলকেশ। ০৮. সিপাই বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়- ↪ ব্যারাকপুর। ০৯. ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ↪ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ১০. পলাশীর যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ↪ সিরাজ-উদ্-দৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১১. পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? ↪ 1526 খ্রিষ্টাব্দে। ১২. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? …