Daily Current Affairs: 25th May, 2025 | ২৫ শে মে, ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

25 th May, 2025 Current Affairs | ২৫ শে মে, ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

25 rd May, 2025 Current Affairs in Bengali | ২৫ শে মে, ২০২৫ বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

Top 10 Daily Current Affairs in Bengali for SSC, RRB & WBPSC

  1. নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন সচিন চতুর্বেদী
  2. 2025-26 সালে ধর্মীয় স্থানগুলির সড়ক উন্নয়নে উত্তরপ্রদেশ সরকার 4,560 কোটি টাকা ব্যয় করবে।
  3. প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় 22 মে।
  4. উত্তর প্রদেশ 24 ঘন্টার মধ্যে সড়ক নির্মাণে দুটি বিশ্ব রেকর্ড অর্জন করেছে।
  5. TAMEST (টেক্সাস অ্যাকাডেমি অফ মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এর নতুন সভাপতি কে নিযুক্ত হয়েছেন গণেশ ঠাকুর
  6. সতেরো বছর বয়সী ভারতীয় শ্যুটার কনক বুধওয়ার জার্মানির সুহলে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন।
  7. 2025 সালের ফিফা আরব কাপের মোট পুরষ্কার অর্থ $36.5 মিলিয়ন
  8. 2025 সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন মেহেদী হাসান মিরাজ
  9. 2025 সালে এপ্রিল মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় হলেন ক্যাথরিন ব্রাইস
  10. বিচারপতি কে. সোমশেখর মণিপুর রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন।
25 th May, 2025 Current Affairs -এর PDFDownload Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : 25 th May, 2025 Current Affairs
Language : Bengali
Size : 548 KB
No. of Pages : 01
Download

Post a Comment