25 th May, 2025 Current Affairs | ২৫ শে মে, ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
|
Top 10 Daily Current Affairs in Bengali for SSC, RRB & WBPSC
- নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন সচিন চতুর্বেদী।
- 2025-26 সালে ধর্মীয় স্থানগুলির সড়ক উন্নয়নে উত্তরপ্রদেশ সরকার 4,560 কোটি টাকা ব্যয় করবে।
- প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় 22 মে।
- উত্তর প্রদেশ 24 ঘন্টার মধ্যে সড়ক নির্মাণে দুটি বিশ্ব রেকর্ড অর্জন করেছে।
- TAMEST (টেক্সাস অ্যাকাডেমি অফ মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এর নতুন সভাপতি কে নিযুক্ত হয়েছেন গণেশ ঠাকুর।
- সতেরো বছর বয়সী ভারতীয় শ্যুটার কনক বুধওয়ার জার্মানির সুহলে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন।
- 2025 সালের ফিফা আরব কাপের মোট পুরষ্কার অর্থ $36.5 মিলিয়ন।
- 2025 সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন মেহেদী হাসান মিরাজ।
- 2025 সালে এপ্রিল মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় হলেন ক্যাথরিন ব্রাইস।
- বিচারপতি কে. সোমশেখর মণিপুর রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন।
25 th May, 2025 Current Affairs -এর PDF
Download Link
নীচে দেওয়া আছে 👇
Daily Current Affairs :
File Details:
PDF Name : 25 th May, 2025 Current Affairs
Language : Bengali
Size : 548 KB
No. of Pages : 01