জিকে প্রশ্ন-উত্তর | GK Questions Part-9

GK Questions Part-9


জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -

GK Questions Part- 9

১. কে লোকনাথ নামে পরিচিত?
উঃ জয়প্রকাশ নারায়ণ।

২. ভারত আসার সমুদ্র পথ কে প্রথম আবিষ্কার করেন?
উঃ  ভাস্কো দা গামা।

৩. আগ্রা দুর্গ কে তৈরি করেন?
উঃ  আকবর।

৪. ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভাইসরয় ছিলেন?
উঃ  লর্ড লিনলিথগো।

৫. ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন?
উঃ পর্তুগিজ।

৬. আলেকজান্দ্রিয়া কোন নদীর ধারে অবস্থিত?
উঃ  নাইল।

৭. সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে রয়েছে?
উঃ  মধ্যপ্রদেশ।

৮. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি?
উঃ হাম্পি।

৯. ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী?
উঃ  পিঙ্গালি ভেঙ্কাইয়া।

১০. ঋক বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?
উঃ  দশ রাজার।

১১. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়?
উঃ ধোলাভিয়া।

১২. কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত?
উঃ  জাহাঙ্গীর।

১৩. মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি __________।
উঃ  সাম্প্রদায়িক আন্দোলন।

১৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন?
উঃ পরাশর সংহিতা।

১৫. পশ্চিমবঙ্গে অবস্থিত প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের নাম লেখ?
উঃ মোগলমারি。

১৬. শকুন্তলম কে লিখেছিলেন?
উঃ  কালিদাস।

১৭. কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ  ১৮১৪ সালের ২ ফেব্রুয়ারি।

১৮. আনন্দমঠ বইয়ের লেখক কে ছিলেন?
উঃ  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৯. এসেজ অন গীতা বইটি কে লিখেছিলেন?
উঃ  শ্রী অরবিন্দ।
 
২০. কে ঘোষণা করেন কর অথবা মর?
উঃ  মহাত্মা গান্ধী।
প্রশ্নোত্তরের Download Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Questions Part-9
Language : Bengali
Size : 123 KB
No. of Pages : 01
GK Questions Part-9.pdf 123 KB
আগের পর্বঃ    💊 GK Questions Part- 8

Post a Comment