|
|
জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি
গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের
প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -
১. কোন সময় উর্দু ভাষার জন্ম হয়?
উঃ সুলতানি যুগে
২. কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন?
উঃ লর্ড কার্জন
উঃ লর্ড কার্জন
৩. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন?
উঃ ধননন্দ
উঃ ধননন্দ
৪. কোন চোলরাজা বাংলাদেশ আক্রমণ করেন?
উঃ রাজেন্দ্র চোল
উঃ রাজেন্দ্র চোল
৫. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে
৬. সকলোত্তরপথনাথ কাকে বলা হয়?
উঃ হর্ষবর্ধনকে
উঃ হর্ষবর্ধনকে
৭. বুদ্ধচরিত কে লিখেছিলেন?
উঃ অশ্বঘোষ
উঃ অশ্বঘোষ
৮. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে
উঃ সমুদ্রগুপ্তকে
৯. দেবানন্দ প্রিয় প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন?
উঃ অশোক
উঃ অশোক
১০. দ্বীন-ই-ইলাহি কে প্রতিষ্ঠা করেন?
উঃ আকবর
উঃ আকবর
১১. এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন?
উঃ হরিষেন
উঃ হরিষেন
১২. এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কে লিখেছিলেন?
উঃ কাজী নজরুল ইসলাম
উঃ কাজী নজরুল ইসলাম
১৩. ঋতুসংহার কার রচনা?
উঃ কালিদাসের
১৪. বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ সালে
১৬. ভগত সিং কবে শহীদ হয়েছিলেন?
উঃ ১৯৩১ সালে
উঃ ১৯৩১ সালে
১৭. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়
উঃ রাজা রামমোহন রায়
১৮. কার্জনের বাংলা ভাগ কবে রদ হয়?
উঃ ১৯১১ সালে
উঃ ১৯১১ সালে
উঃ জওহরলাল নেহরু
উঃ লর্ড কার্জন
প্রশ্নোত্তরের
Download Link
নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 08
Language : Bengali
Size : 491 KB
No. of Pages : 01
আগের পর্বঃ
💊 GK Album Part- 7