জিকে প্রশ্ন-উত্তর | GK Questions Part-10

GK Questions Series Part -10


জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -

GK Questions Part- 10

১.  কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন?
উঃ ১৯৩৮ এবং ১৯৩৯ সালে (তিনি পরপর দুই বছর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন)।

২.  পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ ক্লাইভ ও সিরাজউদ্দৌলার মধ্যে।

৩.  কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৪.  রঘুবংশম কে রচনা করেন?
উঃ কবি কালিদাস।

৫.  নীলদর্পণ কে রচনা করেন?
উঃ দীনবন্ধু মিত্র।

৬.  গীতগোবিন্দ কে রচনা করেন?
উঃ জয়দেব।

৭.  কাদম্বরী কে রচনা করেন?
উঃ বাণভট্ট।

৮.  কোন বছর কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল?
উঃ ১৯৪৭সালের ২৬ অক্টোবর।

৯.  দিল্লির সুলতানি আমলে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হতো?
উঃ আমির খসরু।

১০. কে   ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি  (INA)পরিচালনার ভার সুভাষচন্দ্র বসুকে অর্পণ করেছিলেন, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ?
উঃ রাসবিহারী বসু।

১১. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কী?
উঃ তামা (কপার)।

১২. কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত ছিলেন?
উঃ ঔরঙ্গজেব।

১৩. ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে?
উঃ মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা।

১৪. কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংঘটিত হয়?
উঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

১৫. কোন প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠন করতে হয়?
উঃ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ১৯৪৬।

১৬. ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবেনতুন নামকরণ হয়েছিল?
উঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

১৭. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়?
উঃ সমুদ্রগুপ্ত।

১৮. কাকে শের-ই-পাঞ্জাব বলাহয়?
উঃ রঞ্জিত সিং।

১৯. কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়েছিলেন?
উঃ ১৯৪১ সালে।

২০. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
উঃ বৃহদ্রথ।

প্রশ্নোত্তরের Download Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Questions Part - 10
Language : Bengali
Size : 140 KB
No. of Pages : 01
GK Questions Part - 10.pdf 140 KB
আগের পর্বঃ  💊 GK Questions Part - 9

Post a Comment