জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-2
জ্ঞানের খেয়া নমস্কার বন্ধুরা, বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও - GK Album Part: 02 ০১. নীলদর্পণ গ্রন্থটির লেখক কে ? ↪ দীনবন্ধু মিত্র ০২. প্রতাপাদিত্য কোন রাজ্যের শাসক ছিলেন? ↪ যশোর ০৩. শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? ↪ গুরু গোবিন্দ সিং ০৪. স্বত্বাধিকার বিলোপ নীতির উদ্ভাবক কে ছিলেন? ↪ লর্ড ডালহৌসি ০৫. শ্রীরামপুর এয়ী নামে কারা পরিচিত ছিলেন? ↪ কেরি,মার্শম্যান এবং ওয়ার্ড ০৬. অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে? ↪ চাণক্য ০৭. "ডিসকভারি অফ ইন্ডিয়া"- গ্রন্থটির লেখক কে? ↪ জওহরলাল নেহেরু ০৮. "দাক্ষিণাত্যের ক্ষত"- কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? ↪ ঔরঙ্গজেব ০৯. কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কোন শাসক চালু করেন? ↪ শের শাহ ১০. মেগাস্থিনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম কী? ↪ ইন্ডিকা ১১. কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? ↪ 1835 সালে ১২. কলকাতা অবস্থিত এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ↪ 1784 ১৩. …