জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-7
জ্ঞানের খেয়া নমস্কার বন্ধুরা, বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি
গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের
প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও - GK Album Part: 07 ১. শকাব্দ গণনা কবে শুরু হয়? উঃ ৭৮ খ্রিস্টাব্দে ২. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? উঃ রাজা রামমোহন রায় ৩. আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? উঃ রাসবিহারী বসু ৪. ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? উঃ দিল্লি ৫. এলাহাবাদ প্রশস্তিতে কার কীর্তি বর্ণনা করা হয়েছে? উঃ সমুদ্রগুপ্ত ৬. বন্দে মাতরম কে রচনা করেন? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৭. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উঃ ১৭৬১ সালে ৮. শেরশাহের সেনাপতি কে ছিলেন? উঃ ব্রহ্মজিৎ গৌড় ৯. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে? উঃ সূর্য সেন ১০. পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ গোপাল ১১. বাজেয়াপ্ত নীতি কে প্রবর্তন করেন? উঃ লর্ড ডালহৌসি ১২. মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? উঃ আলীগড়ে ১৩. ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? উঃ লর্ড পেথিক-লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এবং এ. ভি. আলেকজান্ডার ১৪. প্রার্থনা সমাজে…