|
|
জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি
গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের
প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -
১. বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি?
উঃ মুর্শিদকুলিখা
২. স্বত্ববিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়?
উঃ সাতরা
উঃ সাতরা
৩. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি
উঃ লর্ড ডালহৌসি
৪. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে?
উঃ ১৯১১ সালে
উঃ ১৯১১ সালে
৫. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোন্স (১৭৮৪ সালে)
উঃ স্যার উইলিয়াম জোন্স (১৭৮৪ সালে)
৬. অপালা, লোপামুদ্রা, এবং গার্গী এই তিনজন বিদেশি মহিলা কোন যুগের ছিলেন?
উঃ ঋগবৈদিক যুগের বিদুষী ও কবি ছিলেন
উঃ ঋগবৈদিক যুগের বিদুষী ও কবি ছিলেন
৭. কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৮. কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল?
উঃ সম্রাট আকবর
উঃ সম্রাট আকবর
৯. গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব বাংলার কোন রাজা সভাকবি ছিলেন?
উঃ লক্ষণ সেন
উঃ লক্ষণ সেন
১০. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উঃ গুরু নানক
উঃ গুরু নানক
১১. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন?
উঃ সেতার ও তবলা
উঃ সেতার ও তবলা
১২. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ হরিষেন
উঃ হরিষেন
১৩. কে ভারতীয় বিপ্লবীদের জননী নামে খ্যত?
উঃ মাদাম কামা
১৪. অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন?
উঃ জেমস প্রিন্সেপ
১৫. গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?
উঃ রাহুল
১৬. কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রনের জন্য বাবস্থা গ্রহণ করেন?
উঃ আলাউদ্দিন খলজী
উঃ আলাউদ্দিন খলজী
১৭. কবুলিয়ত ও পাট্টা কে প্রচলন করেন?
উঃ শের শাহ
উঃ শের শাহ
১৮. আইন ই আকবরী গ্রন্থের লেখক কে?
উঃ আবুল ফজল
উঃ আবুল ফজল
উঃ আলাউদ্দিন হোসেন শাহ
উঃ খান আব্দুল গাফফার খান
প্রশ্নোত্তরের
Download Link
নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 06
Language : Bengali
Size : 128 KB
No. of Pages : 01
আগের পর্বঃ
💊 GK Album Part- 5