জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-5

১.গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? উঃ লুম্বিনী ২.কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? উঃ ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি
GK Album Part-5


জ্ঞানের খেয়া
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও -

GK Album Part: 05

১. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উঃ লুম্বিনী

২. কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়?
উঃ ১৯৪৮ সালে ৩০ শে জানুয়ারি

৩. কবে পলাশীর যুদ্ধ হয়?
উঃ ১৭৫৭ সালে

৪. কোথায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?
উঃ মুজাফফরপুর জেলে

৫. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
উঃ খ্রিস্টপূর্ব ৩২৬ সালে

৬. কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন?
উঃ ১৮৯৩ সালে

৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র ব্যানার্জি

৮. স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ  চক্রবর্তী রাজা গোপালাচারী

৯. ১৯৪৪ সালে ১৪ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA(ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি) যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গার নাম কি?
উঃ  মণিপুরের বিষ্ণুপুর জেলার মইরাং-এ

১০. শান্তিপূর্ণ জালিয়ান ওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন?
উঃ ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয়ের সৃষ্টি করার জন্য

১১. দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন?
উঃ মার্কস

১২. ভারতের কোথায় গান্ধীজী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ চম্পারন

১৩. কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল?
উঃ ১৯১১ সাল পর্যন্ত

১৪. কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন?
উঃ লর্ড ওয়েলেসলি

১৫. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উঃ মেহেরগড় সভ্যতা

১৬. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
উঃ পাণ্ডয়াতে অবস্থিত

১৭. কত সালে বিধবা বিবাহ আইন চালু হয়য়?
উঃ ১৮৫৬ সালে

১৮. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী

১৯. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে?
উঃ কলহন
 
২০. কোন গুপ্ত সম্রাট শকারি উপাধি গ্রহণ করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত (চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য)
প্রশ্নোত্তরের Download Link নীচে দেওয়া আছে 👇
File Details:
PDF Name : GK Album Part: 05
Language : Bengali
Size : 146 KB
No. of Pages : 01
GK Album Part: 05.pdf 146 KB
আগের পর্বঃ    💊 GK Album Part- 4

Post a Comment