জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-4

জিকে প্রশ্ন-উত্তর | GK Album Part-4
জ্ঞানের খেয়া নমস্কার বন্ধুরা, বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ  অংশ। তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে প্রশ্ন-উত্তরগুলি মুখস্ত করে নাও - GK Album Part: 04 ১.  রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কি? উঃ  সংবাদ কৌমুদী ২. প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল কোন রাজার রাজত্বকালে? উঃ  কনিষ্ক ৩. বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন ? উঃ  দ্বিতীয়  চন্দ্রগুপ্ত ৪.  'দ্য কিশোরী' কে প্রকাশ করেছিলেন? উঃ  বাল গঙ্গাধর তিলক  ৫. সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল? উঃ  লোথাল ৬. বাবা আমতে ভারতের কোন আন্দোলনের সাথে যুক্ত? উঃ  নর্মদা বাঁচাও আন্দোলন ৭. প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়? উঃ  গুপ্ত যুগকে ৮. ভারতে কোন গভর্নর জেনারেলের সময়কালে ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল? উঃ   লর্ড কার্জন ৯. নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? উঃ   বাংলায় ১০.  প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? উঃ  গুপ্ত সম্রাটরা ১১. বন্দে মাতরম গানটি কে রচনা করেন? উঃ  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্…